ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

মুজিবনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

Md. Saiful Islam Journalist
নভেম্বর ২, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ । ১৪ জন
Link Copied!
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুর প্রতিনিধিঃ সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস।

দিবসটি উপলক্ষে আজ শনিবার (০২ নভেম্বর) সকাল ১০টাই উপজেলা পরিষদ চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা সমবায় অফিসার মাহাবুবুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মুজিবনগর থানা অফিসার ইনচার্য (ওসি) মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খন্দকার সানজিদা আক্তার, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান (শের খাঁন), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন ছাত্র প্রতিনিধি, মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।

এ ছাড়াও আরো বক্তব্য রাখেন, গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, সাবেক সভাপতি মাহফুজ আলম, সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন প্রমুখ।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা কর্মচারী এবং সমবায়ীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সমবায় নিবন্ধিত কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ও সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতির সহ তিনটি প্রতিষ্ঠানকে সম্মান সূচক ক্রেষ্ট প্রদান করা হয়।